Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Free Training Circular
Details
০১
প্রশিক্ষণের আবেদন ফমর
Form_fnl.pdf

কোটালীপাড়া,গোপালগঞ্জ উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত এবং জাইকার অর্থায়নে ২২ দিন ব্যাপী আত্নকর্মসংস্থাপন ও জীবনযাত্রার মানন্নোয়নে বেকার যুবক/যুব মহিলাদের বিনামূল্যে Freelancing/Outsourcing Training Course প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কোটালীপাড়া উপজেলার বাসিন্দাদের নিকট হতে নির্দিষ্ট ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


ক্রম

নূন্যতম শিক্ষাগত যোগ্যতা

বয়স

প্রশিক্ষণার্থীর সংখ্যা

প্রশিক্ষণের সময়কাল

এইচ.এস.সি

১৮ থেকে ৪০

৩০ জন

২২ দিন


আবেদন সংক্রান্ত তথ্যাদিঃ

ক) দরখাস্ত জমা দেওয়ার শেষ সময়ঃ ২৩-০৬-২০২২ খ্রিস্টাব্দ।

খ) নির্ধারিত আবেদন ফরম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, কোটালীপাড়া উপজেলা কার্যালয় এর ওয়েব সাইট www.doict.kotalipara.gopalganj.gov.bd অথবা অফিস চলাকালীন সময়ে কোটারীপাড়া উপজেলা পরিষদ ভবনের ২য় তলা হতে বিনামূল্যে সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

গ) অনলাইনে google form link : https://forms.gle/YDfWPsQ2m4FRQStE6 এর মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

ঘ) আবেদনকারীর সংখ্যা বেশি হলে বেসিক কম্পিউটার এর উপর লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী বাচাই করা হবে।

ঙ) বাছাই পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

চ) ভর্তির ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্বান্তই চুড়ান্ত বলে গন্য হবে।

ছ) প্রশিক্ষনার্থীদের লিখিত ও মৌখিক পরিক্ষার সময় প্রমানক হিসেবে – ১ কপি ছবি, জন্ম সনদ/এনআইডি/ এবং সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ/মার্কশীট এর ফটোকপি জমা দিতে হবে।



Publish Date
02/06/2022
Archieve Date
23/06/2022